গণমাধ্যম, পত্রিকা, সাংবাদিক শব্দগুলোর সাথে
আমার পরিচয় ছিলনা। তবে উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আয়ত্ত করতে হয়েছে বাধ্য হয়েই পাঠ্য বইয়ের নিয়মিত পড়া-শুনা থেকে।
সাংবাদিক আউয়াল ভাই শহরতলীর দিঘুলিয়া থেকে পাশের গ্রামে সারুটিয়া আমার ফুফার বাড়ির এলাকায় প্রায়ই যেতেন।
আর তার নামটার সাথেই সাংবাদিক শব্দটি আমার ফুফাতো ভাই নুর নবীর মুখে শুনতে পেতাম। বাস্তবিক ওভাবে সাংবাদিক শব্দটির
সাথে পরিচয় ঘটে।
তখনো কেবল প্রাথমিক পর্যায় উত্তীর্ণ শেষে উচ্চ বিদ্যালয়ে পৌঁছেছি। তখন থেকেই ভাবনায় আসে সাংবাদিকতা কি? শিখতে হবে।
লক্ষ্য অনুযায়ী ২০০১ এ আমার প্রতিবেশী চাচা আলমগির ডেকে বললেন, তুই না, সাংবাদিক হতে চাস, এই দেখ পত্রিকায়, সাংবাদিক লাগবে।
দেখলাম, জাতীয় দৈনিক ইত্তেফাকের ভিতরের পাতায় ছোট্র একটি আহবান, সাংবাদিক হতে ইচ্ছুক, আগ্রহীরা যোগাযোগ করুন। দৈনিক গণতদন্ত পত্রিকায় এমনটি আহবান।
আমি আবেদন করলাম বাবার ইচ্ছা-মত না থাকা সত্বেও। অবশ্যই আবেদনের প্রেক্ষিতে
সম্পাদক আমার ছবিসহ কার্ড পাঠালেন।
এরপর টাঙ্গাইলে সরাসরি সাপ্তাহিক মৌবাজার
পত্রিকায় ২০০৫এর শুরুতে আদি টাঙ্গাইলের দৈনিক আকাশ বার্তার প্রধান সম্পাদক মো: রুহুল আমিন আমার উৎসাহ দেখে কবি ছাত্তার উকিলের সাপ্তাহিক মৌবাজার পত্রিকা লোন অফিস মার্কেট ২য় তলায় নিয়ে গেলেন।
ছাত্তার উকিলকে তখন থেকে সম্পাদক হিসাবে চিনিয়ে দিলেন মো: রুহুল আমিন ভাই, তখন আমাকে দেখিয়ে বললেন, ছাত্তার ভাই, এই ছেলেটার উৎসাহ আছে, আপনার পত্রিকায় তাকে একটু সুযোগ দেন। তখনো আমি সংবাদ কি জানিনা, তবে দৈনিক গণতদন্ত সম্পাদক আমাকে সংবাদ লেখা শিখতে হয় কিভাবে, তা নিয়ে লেখা একটি বই পাঠিয়েছিল।
বইটি পড়তাম শুধু।
আর ছাত্তার উকিল তখন থেকে নিউজ কিভাবে লেখতে হয় দেখিয়ে দিতেন।
সেই থেকে শুরু, টাঙ্গাইলে আমার সূচনা।
নানা প্রতিকূলতা অতিক্রম করে পথচলা।
সত্য-অসত্যের লড়াই, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশণ। প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আজ সকালে আমার চাচা হাবিব জানালেন মৌবাজার পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী, আমি তাৎক্ষণিক সেই অভিভাবক সম্পাদক ছাত্তার উকিলের মুঠোফোনে জানলাম, আজ সাপ্তাহিক মৌবাজার পত্রিকার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী।
দীর্ঘ পথপরিক্রমা অতিক্রম করে মৌবাজার তৈরি করেছে সাহসী কলম সৈনিক, দেশপ্রেমে নিয়োজিত রয়েছে তারা। অপসাংবাদিকতা রোধ
করতে সাপ্তাহিক মৌবাজার পত্রিকার কলম সৈনিকেরা তাদের চৌকস ও সুদক্ষ ভূমিকায় বিজয়ী হোক, এই প্রত্যাশা রইল।
আগামীর পথচলা শুভ হোক, সাপ্তাহিক মৌবাজার পরিবারের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ধন্যবাদান্তে,
লাবু খন্দকার
সম্পাদক ও প্রকাশক: এস্বাবি নিউজ
হেড অফিস: ১০৫৪, বেগম রোকেয়া সরণী,
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
মোবাইল: ০১৭২০-৮৩৩৫৭৬