

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল বীরনাহালী বালু খেকোর পক্ষে প্রতিবেদন করলেন ভূয়া ৭১ নিউজ সাইফুল ভূয়া রিপোর্ট করে বিনিময়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বালু খেকোর কাছ থেকে।
জানা যায়, ওই বালু খেকো চক্র দিনে ও রাতে ঝিনাই নদীর পাড় কেটে ভর্তি করে বড় জাহাজ,
আর সেই মাটি বলগেট পাইপ ব্যবহার করে বীরনাহালী ওয়াল্টন প্রজেক্ট এর খালি জায়গা ভরাট কাজ অব্যাহত রয়েছে।
বিশ্বস্তসুত্র জানায়, ওই বালু খেকো জাহাঙ্গীর এর কাছ থেকে ভূয়া রিপোর্ট করে বিনিময়ে হাজার হাজার টাকা গ্রহণ করেছে।