নিজস্ব প্রতিবেদক: আজ ২৯ডিসেম্বর বিকালে এম এন্ড এম ইয়ার্ন ড্রাইয়িং মিলস্ লি: এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ ও
ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আল মামুনের
পক্ষ হতে সখিপুরের বেতুয়াতে শীতার্তদের
মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আতাউল
মাহমুদ ও তার সহধর্মিণী রুনা লায়লা, ছাত্রনেতা ইঞ্জিনিয়ার কামাল আহমেদ, বহেড়াতৈল ৭নং ওয়ার্ড ইউপি সদস্য উজ্জ্বল হোসেনসহ প্রমুখ ব্যক্তিবর্গ। এক হাজার শীতার্ত ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
শীতবস্ত্র পাওয়া একাধিক ব্যক্তি জানান, পত্তি বছরই আমরা মোটা কাপড়-চোপড় পাই, ইঞ্জিনিয়ার আমাগো জামপাট দিছে, আমরা
খুশি।

