‘ঐক্যবদ্ধভাবে দূর্নীতিকে রুখবো’- নবাগত জেলা প্রশাসক,টাঙ্গাইল

নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারকে ফুলেল শুভেচ্ছা জানালো টাঙ্গাইল জেলা প্রেসক্লাব

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন টাঙ্গাইল জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

 আজ ১২ডিসেম্বর সোমবার দুপুরে  জেলা প্রশাসক কার্যালয়ে বললেন ঐক্যবদ্ধভাবে দূর্নীতিকে রুখবো আমরা।   এ সময় জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সাংবাদিকদের উদ্দেশ্য তিনি বলেন, টাঙ্গাইলের দূর্নীতিকে যে কোনোমূল্যে প্রতিহত করা হবে। তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আকাশ বার্তার প্রধান সম্পাদক মো: রুহুল আমীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাপ্তাহিক লোকধারা সম্পাদক 

এনামুল হক দীনা,  জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আকাশ বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক মো: আফজাল হোসাইন, এস্বাবি অনলাইন নিউজ পোর্টাল সম্পাদক লাবু খন্দকার, দৈনিক   আকাশ বার্তার ভ্রাম্যমাণ প্রতিনিধি আফজাল হোসেন, দৈনিক কালের স্রোত পত্রিকার সিনিয়র সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সদস্য সদস্য সুমাইয়া প্রিয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *