জাফর আহমেদের মীরজাফরি; হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

সাংবাদিকতার নীতিমালা লঙ্গণ করে একই সাঁড়িতে দাঁড়িয়ে জাফর আহমেদ

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা রীতিমতো  লঙ্গণ,  মিথ্যা সংবাদ প্রকাশ করায় বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক  দোষী সাব্যস্ত, তিরস্কার, ভৎসনামূলক রায় প্রাপ্ত জাফর আহমেদের মীরজাফরি ও সাংবাদিকতার অন্তরালে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে নিয়োগ বাণিজ্যে তদবীর, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনকারী, পাসপোর্ট, বি,আর,টি,এ অফিস থেকে তার ব্যক্তিগত লোক মারফত।

দোষী সাব্যস্ত জাফর আহমেদ প্রেস কাউন্সিলের রায়

করটিয়া সা’দত মাহমুদগঞ্জ হাটে তিনটি ভিটি,  টাঙ্গাইল শহরতলীর মাহমুদুল হাসান মার্কেটে দোকান, টাঙ্গাইল প্রেসক্লাব মার্কেটে,  শহরতলীর আকুর টাকুর কাগমারা তার বিলাসবহুল বাসভবন বসতভিটার একপাশ সরকারী খালের

উপর দখল করে রয়েছে, এসবকিছুর মালিক জাফর আহমেদ।

রাজধানী ঢাকায় তিনটি ফ্লাট ক্রয় করেছেন তিনি। বি,এন,পির রাজনীতিতে সম্পৃক্ত।

টাঙ্গাইল পৌরসভায় মেয়র পদে বি,এন,পির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী।

সাংবাদিকতার নীতিমালা লঙ্গন করে জাফর আহমেদ বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে এম,পি-মন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ সুপার এর পাশে এক সাঁড়িতে বসে ও দাঁড়িয়ে কার্য সম্পন্ন করে।

ক্ষমতার দাপটে ও অপব্যবহার করে বারবার হচ্ছেন টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি।

বিলাসবহুল প্রাইভেটকারে চলাফেরা। 

সরেজমিনে জানা গেছে,  টাঙ্গাইল পৌরসভা ভারপ্রাপ্ত মেয়র থাকাকালীন জাফর আহমেদ

বেবিস্ট্যান্ড থেকে শুরু করে পৌরসভাধীন নামে-বেনামে মোট ১০টি দোকানের মালিক হয়েছে,

টাঙ্গাইল প্রেসক্লাবের সম্পাদক/সভাপতি থাকাকালীন শহরতলীর ১১টি দোকানের মালিক  সর্বমোট  ২১টি দোকান তার।

এছাড়া, ঘারিন্দা বাইপাস মহাসড়কের দক্ষিণ পাশে জায়গা ক্রয় করেছেন জাফর আহমেদ।

ওখানে সাইনবোর্ড রয়েছে। 

একক আধিপত্য টাঙ্গাইলের সংবাদপত্রে, একক নেতৃত্ব  যা দমন করা যাচ্ছে না।

দেখা গেছে, দু’এক এম,পি ও আওয়ামীলীগে অনুপ্রবেশকারী হাইব্রিড নেতা জাফর আহমেদকে রাজনৈতিক মঞ্চে পরিচয় করিয়ে

দেয় ও বক্তৃতায় সম্বোধন করে ‘টাঙ্গাইলের গভর্নর জাফর আহমেদ ‘।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *