টাঙ্গাইলে শহরতলীর লেডি রংবাজ নীলার জিম্মিচক্রের তথ্য ফাঁস

লেডি রংবাজ নীলা

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইল শহরতলীর শান্তিকুঞ্জমোড়, থানাপাড়া,

আকুর টাকুর বটতলা তালতলাসহ বিভিন্ন বাসায় আটকে রেখে প্রেমের ফাদে ফেলছে থানাপাড়ায় বসবাসরত লেডিরংবাজ নীলা। ইমু Broken নামে এই নাম্বার ব্যবহার করে 01755156874 প্রেমের ফাঁদে ফেলে সম্প্রতি করটিয়া ও সোনালিয়া গ্রামের দুই যুবককে সংঘবদ্ধ নীলা চক্র জিম্মি করে হাতিয়ে নিয়েছে দুটি মোবাইল ও ৪০হাজার টাকা।

এই নীলার নীল চক্র হতে সাবধান থাকবেন।

তথ্য সুত্র- ভোক্তভোগী যুবক ও প্রত্যক্ষদর্শী।

কাশিল গ্রামের বেল্লালের পুত্র হাসান(৩০) জিম্মিকারী বর্তমানে টাঙ্গাইল জেলা কারাগারে হাজতবাসকারী, বসবাসরত করটিয়া মসজিদ রোড জমিদার বাড়ির সামনে দক্ষিণ পাশে কেনা বাসা, এই নীলা চক্রের হোতা হাসান বলে জানান ভুক্তভোগী সোনালিয়া রেল লাইন সংলগ্ন মুদি দোকান আরিফ হোসেন(৩০) ও করটিয়া কলেজ পাড়ার কাপড় ব্যবসায়ী সোহেল মিয়া(৩৫)।

তারা জানান, আমাদেরকে ফোনে প্রেমের অভিনয় করে ডেকে নিয়ে শহরতলীর শান্তিকুঞ্জ মোড়ে জাহাঙ্গীর স্মৃতি বিদ্যালয়ে গত ১৫ নভেম্বর শনিবার বিকালে নীলা ও তার সংঘবদ্ধ অপরিচিত বখাটেরা আটকে রেখে মারপিট করে, ৭০হাজার টাকা মুক্তিপণ দাবী করে।

জোরপূর্বক ৭০হাজার টাকা হাতিয়ে নেয়।

একটি এনড্রোয়েড মোবাইল ছিনিয়ে নেয়।

এছাড়া, তারা জানান, শহরতলীর বটতলা তালতলা একটি বাসায় কক্ষে নিয়ে সোহেল ও আরিফকে নিয়ে জিম্মি করে রাখে। ওই বাসায় জিম্মিকৃত কক্ষের লেডি রংবাজ এর মোবাইল নাম্বার ০১৭৫১৫৩৫১৪১।

এ বিষয়ে অভিযুক্ত নীলার মুঠোফোনে জানতে চাওয়া হলে সে জানান, আমি এসব এখন করিনা। আমার স্বামী-সংসার আছে।

তাছাড়া, জিম্মি চক্রের হোতা হাসানের মা আনরা বেগম(৫০) জানান, আমার ছেলে পারিবারিক মামলায় ওয়ারেন্টভুক্ত ছিল। এখন টাঙ্গাইল কারাগারে আছে।

অভিযুক্ত হাসান মিয়ার(৩০) মুঠোফোনে ০১৭৮০-৭৪৭৩৭০ জানতে চাওয়া হলে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।

জিম্মিচক্রের হোতা হাসানের করটিয়ার পৈতৃক বাড়ি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *