
সৈয়দ সাজন আহমেদ রাজু : আধুনিক প্রযুক্তিতে শিক্ষার্থীদের আরও মনোযোগী হতে হবে বলে উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘শিক্ষার মান উন্নয়নে যুগোপযোগী করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ভালো ফলাফলের কোনো বিকল্প নেই। ভালো ফলাফল করতে হলে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। দেশ ও জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। আমরা চাই শিক্ষার্থীরা দেশের সুনাম বয়ে আনুক।’
কৃষিমন্ত্রী রোববার (১১ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি নওয়াব ইনস্টিটিউশন প্রাঙ্গণে ২০২২ সালে এসএসসি পরিক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘একজন শিক্ষার্থীর লক্ষ্য হচ্ছে পড়াশোনা করা। যত মনোযোগ দিয়ে পড়াশোনা করবে তত ভালো ফলাফল করবে। শিক্ষার্থীরা যখন ভালো ফলাফল করে এর সুনাম ওই শিক্ষা প্রতিষ্ঠানের। শিক্ষার মান উন্নয়নে সরকার আধুনিক প্রযুক্তিসহ নানা কার্যক্রম করে আসছে।’
এসময় অভিভাবকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আপনাদের সন্তান যেনো সঠিকভাবে পড়ালেখা করে এর খোঁজ খবর রাখতে হবে। তাহলে তাঁরা সঠিক পথে পরিচালিত হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-মুশুদ্দি রেজিয়া কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম, স্কুলের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাবুল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন, বিভিন্ন জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।