পাইস্কাতে অবৈধভাবে বালু লুটের দায়ে একজনের কারাদণ্ড

ধনবাড়ীতে ব্রীজের পাড়ে নদীতে বালু উত্তোলনকারী ১জনের সাজা ভ্রাম্যমাণ আদালতের

ধনবাড়ী সংবাদ (সৈয়দ সাজন আহমেদ রাজু)  : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বৈরান নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে লুটের দায়ে একজনকে করাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

গত  সোমবার (১৯ ডিসেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে সাত দিনের বিনাশ্রম করাদণ্ড প্রদান করেন।

 ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার পাইস্কা ইউনিয়নের পাইস্কা পুরাতন ব্রিজের পাশ থেকে বালু উত্তোলনের সময় মো. শরীফ উদ্দিনকে আটক করা হয়। সে ওই ইউনিয়নের ভাতকুড়া গ্রামের নাজির উদ্দিনের ছেলে ও ইউপি সদস্য মো. ফটিক হোসেনের ভাতিজা। বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করে ৩০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। অভিযান পরিচালনাকালে থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতিহা তাকমিলা বলেন, ‘ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনসচেতনতায় এমন অভিযান অব্যাহত থাকবে।’

এদিকে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রিজের ১০ গজের মধ্যে বাংলা ড্রেজার বসিয়ে বালু লুটের মহোউৎসব চালায় স্থানীয় ইউপি সদস্য মো. ফটিক হোসেন। তাঁর জ্ঞানহীন এমন কর্মকাণ্ড। স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক ক্ষোভ ও হতাশা। হুমকীর মুখে পড়ে ব্রিজ এবং পানি নিয়ন্ত্রণ বাঁধ। এর আগে ভাতকুড়া গ্রামের ব্রিজের গোড়ালি থেকে এভাবে বালু তোলায় খুঁটি দেবে ভেঙে পড়ে ব্রিজটি। দুর্ভোগ নেমে আসে ইউনিয়নবাসীর।

অভিযানে ১জনের সাজা
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *