কালিহাতীতে ফুটপাত দখল করে মমিন-আমিনের  চাঁদা-বাণিজ্যের অভিযোগ ! 

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাসস্ট্যান্ড চত্বরের পাশে মমিন-আমিনের ফুটপাত দখল করে চাঁদা বাণিজ্যের

অভিযোগ দীর্ঘদিনের।

ফুটপাত দখল করে অবৈধ দোকান

রাস্তার পাশে অবৈধ ফুটপাত দোকান গড়ে তোলায় পথচারী ভুক্তভোগী ও যানবাহন চলাচলে জনদূর্ভোগ হলেও প্রয়োজনীয় ব্যাবস্থা নিচ্ছে না স্থানীয় প্রশাসন।

দেখা গেছে, ফুটপাতের দোকানদাররা তাদের জীবন জীবিকার স্থান এখানে বেছে নিলেও পণ্য বিক্রির যতটুকু লভ্যাংশ আসে, তার চাইতে আমিনকে মাসিক যত টাকা দিতে হয়, তাতে দোকানদারদের পরিবার সদস্যদের নিয়ে চলতে হিমশিম খেতে হয়।

সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, বাসস্ট্যান্ডের চত্বর প্রধান রাস্তার পশ্চিম পাশে নবাব বিরিয়ানি দোকানের পাশে ফুটপাতে ৪টি দোকান ও তার ডানপাশে ৫টি দোকানসহ আরো নতুন দোকান বসে। 

এইসব দোকানগুলোর নিয়ন্ত্রণে রয়েছে আমিন বাহিণীর প্রধান আমিনের হাত।

তবে ফুটপাতের এসব দোকানদারদের কাছে জানতে চাওয়া হলে তারা মুখ খোলতে নারাজ।

ফুটপাত দখল করে অবৈধ দোকানের  বিষয়ে জানতে চাওয়া হলে কালিহাতী পৌরসভা মেয়র 

নুর নবী সরকারের কাছে একাধিকবার তার মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।

ফুটপাত দখল করে দোকানসহ দোকান থেকে মাসিক বা সাপ্তাহিক কোনো টাকা নেওয়া হয় কিনা এ ব্যাপারে সাবেক শ্রমিক নেতা আমিনুল ইসলাম আমিন এর মুঠোফোনে কল দেওয়া হলে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *