টাঙ্গাইল পুলিশ সুপার এর বরাবর খোলা দরখাস্ত

বরাবর,

            পুলিশ সুপার, টাঙ্গাইল।

বিষয়: ডিজিটাল নিরাপত্তা আইন লঙ্ঘনকারী তালাশ বাংলা নিউজ ও টাঙ্গাইল ৭১ নিউজ অনুমোদন বিহীণ ফেসবুক  পেজে ৫৭/৩২/২৫ ধারার অপরাধীর বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যাবস্থা নেওয়া প্রসঙ্গে।

জনাব, 

           যথাবিহিত সম্মানপ্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী আপনার নিকট অভিযোগ জানাচ্ছি যে, শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শেণী পাস অথচ কার্ডধারী সাংবাদিক সেজেছে। টাঙ্গাইল শহরতলী আদি টাঙ্গাইল এর গোলাম ফারুকের

পুত্র হলুদ ও চাঁদাবাজিতে ব্যস্ত সাইফুল ইসলাম ওরফে রানা। এই বেপরোয়া সাইফুল ইসলাম রানা আমাকে জড়িয়ে ও ঘারিন্দা ইউনিয়নের

সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারেক তালুকদারকে জড়িয়ে মাণহানীকর, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীণ ও আক্রমণাত্নকভাবে ভিডিও, ছবি, লেখা তার (সাইফুল) ফেসবুক আইডি Saiful Islam, তালাশ বাংলা নিউজ, টাঙ্গাইল ৭১ নিউজ অনুমোদন বিহীণ পেজে

Md Miraj, Saiful Islam গত ১৯ডিসেম্বর ২০২২ ঘারিন্দার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে

নিয়ে মাণহানীকর ও মিথ্যাচার-অপপ্রচার-গুজবপ্রচার ভিডিও আপলোড করে এবং ১৪ নভেম্বর ২০২২ দৈনিক বিশ্বমানচিত্র কার্ডধারী সাইফুল ইসলাম রানা, টাঙ্গাইল ৭১ নিউজ অনুমোদন বিহীণ ভূয়া সম্পাদক সাইফুল ইসলাম রানা গত ১৪নভেম্বর ২০২২ আমাকে নিয়ে আমার ছবি সম্বলিত মাণহানীকর, মিথ্যাচার, আক্রমণাত্নক লেখা পোস্ট করে এবং

এই মাণহানীকর লেখা তার মাধ্যমে ভূয়া তালাশ বাংলা নিউজ অনুমোদন বিহীন পেজ এর ভূয়া

সম্পাদক jakir hossain liton জাকির হোসাইন লিটন, পিতা- মৃত শুকুর, গ্রাম- কাজীপুর দক্ষিণ পাড়া, টাঙ্গাইল পৌরসভা ১০নং ওয়ার্ড। বর্তমানে সৌদি প্রবাসী। 

এসব ভূয়া সম্পাদক তালাশ বাংলা নিউজে আপলোড করা হয়। এই মানহানিকর লেখার

বিষয়টি ৫৪বার শেয়ার করা হয়, তাদের মনোনীত ব্যক্তিদের মাধ্যমে।

এই লেখাগুলো ফেজবুকে তারা রীতিমতো শেয়ার করায় আমার সামাজিক, পারিবারিক,

ব্যক্তিগত ব্যাপক মাণসিক চাপ, মাণহানীকর বিপর্যস্ত পরিস্থিতিতে জীবণমাণ দূর্বিসহ হয়ে উঠছে।

ব্যক্তি আক্রোশে আমাকে নিয়ে চাঁদাবাজ  সাইফুল ইসলাম, জাকির হোসেন, মেরাজ মিথ্যা

তথ্য ওদের ফেসবুক ও পেজে আপলোড করায়

আমি তাদের পারিবারিক অভিভাবক, আত্নীয়-স্বজনদের দিয়ে একাধিকবার ডিলেট করতে বললে তারা ডিলেট করেনি।

তারা আমাকে নিয়ে যা লিখেছে, তা হলো-

‘টাঙ্গাইলের ভূয়া সাংবাদিক লাবু খন্দকার

টাঙ্গাইলের ভূয়া সাংবাদিক লাবু খন্দকার

তার মাথায় সমস্যা আছে দ্রুত চিকিৎসা করা উচিত, সে শতকরা ৯০টা নিউজ মিথ্যা প্রচার করে এবং বিভিন্ন নামিদামি ব্যক্তির কাছে চাঁদা

দাবি করে, চাঁদা না দিলে তার বিরুদ্ধে মিথ্যা নিউজ প্রচার করে, বালুমহাল সহ বিভিন্ন ফ্যাক্টরি থেকে মাসে মাসে মোটা অংকের চাঁদা নিয়ে থাকে, তার বিরুদ্ধে থানা এবং কোর্টে একাধিক মামলা রয়েছে, এই ভূয়া সাংবাদিক লাবু খন্দকারকে দ্রুত ভাবে আইনের আওতায়

আনা হোক, প্রশাসনের সুদৃষ্টি কামনা করতেছি,,,

এই সব গুজব, অপপ্রচার ছড়াচ্ছে আমাকে  নিয়ে বাটপার সাইফুল গং।

অতএব,

             বিনীত প্রার্থনা, উপরোক্ত গুজবপ্রচারকারী সাইফুল ইসলাম রানা, মেরাজ,

জাকির হোসেন লিটন এর বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যাবস্থা নেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি।

নিবেদক,

             লাবু খন্দকার

                 সম্পাদক 

                এস্বাবি অনলাইন নিউজ পোর্টাল

                       ও

               স্টাফ রিপোর্টার

              সাপ্তাহিক সামাল

      মোবাইল-  ০১৭২০-৮৩৩৫৭৬

       ইমেইল – khanlabo12@gmail.com

সংযুক্তি:

১/ আমার বিরুদ্ধে অপপ্রচার ও ঘারিন্দা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারেক এর বিরুদ্ধে ভূয়া  তালাশ বাংলা নিউজ ও ভূয়া টাঙ্গাইল ৭১ নিউজ এর ৪পাতা প্রিন্ট কপি।

বাটপার সাইফুল ইসলাম ফেসবুকে গুজব ও অপপ্রচার চালাচ্ছে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *