একজন দূর্নীতিবাজ উপজেলা চেয়ারম্যান আনসার আলী

আনসার আলীর ৫তলা ভবন

নিজস্ব প্রতিবেদক: একজন দূর্নীতিবাজ উপজেলা চেয়ারম্যান।  যিনি নৌকা বিরোধী

প্রার্থী ছিল।  বলছি সাদা চেহারার কালিহাতীর রাজনৈতিক অঙ্গনে যাকে সবাই আনারস মার্কার প্রার্থী  কালো মনের অধিকারী হিসাবে জানে সেই কালিহাতী উপজেলা চেয়ারম্যান আনছার আলীর নানা দূর্নীতি ও দূর্নীতির মাধ্যমে বিলাসবহুল বাড়ি ও জমির মালিক সেজেছেন সেই রহস্য উন্মোচনের কথা।

অনুসন্ধানে জানা গেছে, বিগত ২০২০-২১ অর্থবছরের এ, ডি, পি’র ৩৫লাখ টাকা লোপাট,

কালিহাতীর বিভিন্ন হাট-বাজারের খাত থেকে নূন্যতম ১২লাখ টাকা লোপাট, ১% এক পার্সেন্টের টাকা যা সাব রেজিস্টার অফিস থেকে আসে প্রতি বছরে ৩বার এখানে অন্তত গড়ে ১৫লাখ টাকা, এই টাকার হদিস নেই।

টি,আর, কাবিখা উপজেলা চেয়ারম্যান আনসার আলীর ভাগে ৭/৮লাখ টাকাসহ বিভিন্ন বরাদ্দের উন্নয়নমূলক কর্মকান্ডের বিপুল পরিমাণ অর্থ হরিলুটের খবর পাওয়া গেছে।

২০২১-২২ অর্থ বছরে একই কায়দায় হয়েছে কালিহাতীতে সরকারী প্রকল্পের হরিলুট উপজেলা চেয়ারম্যান আনছার আলীর মাধ্যমে।

সরকারী অর্থ হাতিয়ে তার বিলাসবহুল ৫তালা বাড়ীর ৩তালা ইতোমধ্যে কাজ সম্পন্ন করেছে।

কালিহাতী উপজেলা আওয়ামীলীগের অধিকাংশ  নেতা-কর্মীদের অভিযোগ, ‘একেবারে দরিদ্র একজন ব্যক্তি ছিল আনসার আলী। এখন উপজেলা চেয়ারম্যান হয়ে দূর্নীতি করে বিলাাসবহুল ভবন, জমির মালিক সেজেছেন।’

 অনুসন্ধানে বিষয়টি  নিশ্চিত হওয়া গেছে, তিনি ২২লাখ টাকা দিয়ে কালিহাতী বেতডোবায় জমি ক্রয় করে। আরো দূর্নীতির তথ্য অনুসন্ধানে

বেরিয়ে আসছে।  

চোখ রাখুন পরিবর্তন ডট নেট এ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *